
নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় আইএসএলের (ISL 2024-25) শেষ হোম ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে। খাতায় কলমে দেখতে গেলে এটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও সেরাটা দিতে মরিয়া উভয় দল। বলাবাহুল্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। সেই হতাশা কাটিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে বদলা নেওয়াই অন্যতম লক্ষ্য জোসে মোলিনার ছেলেদের।
তবে চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে দল নামানোর ক্ষেত্রে যথেষ্ট সাবধানী থাকতে দেখা গিয়েছে বাগান হেডস্যারকে। অধিনায়ক শুভাশিস বসু থেকে শুরু করে অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন হোক কিংবা জেসন কামিন্স। দলের প্রথম একাদশে ছিলেন না কেউ। মূলত দুই ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের ও টম অলড্রেডের পাশাপাশি আপফ্রন্টে গ্ৰেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতোসকে রেখেই দল সাজিয়েছিলেন মোলিনা। এমনকি বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক বিশাল কাইথকে। পরিবর্তে আজ তিন কাঠির দায়িত্বে রয়েছেন ধীরজ সিং। তাঁদের নিয়েই প্রথমার্ধে লড়াই করে বাগান ব্রিগেড।
অপরদিকে ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছে গোয়া শিবির। প্রায় ১৮ মিনিটের মাথায় বাগান রক্ষণে হানা দিয়ে গোল তুলে নেওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন ভারতীয় তারকা উদান্তা সিং। কিন্তু সেটা সম্ভব হয়নি। বিদেশি ডিফেন্ডার টম অলড্রেডের সক্রিয়তায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আর্মান্দো সাদিকুকে এদিন প্রথম একাদশে না রাখা হলেও দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন মানোলো। অপরদিকে পাল্টা সুযোগ কাজে লাগিয়ে আক্রমণে উঠে আসলেও গোলের মুখ খুলতে পারেননি মনবীর সিংরা।
যারফলে গোলশূন্য ভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে গোল তুলে নিতে বদ্ধপরিকর মেরিনার্সরা। বলতে গেলে আজ ঘরের মাঠে গোয়া বধ করেই শিল্ড জয়ের সেলিব্রেশন করতে চান বাগান ফুটবলাররা।