Mohun Bagan vs FC Goa: গোয়া ম্যাচে নয়া রেকর্ডের হাতছানি বাগানের, কেমন হতে পারে উভয়ের একাদশ?

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেদিকে তাকিয়ে রয়েছে আপামর বাগান জনতা। সুপার সিক্স নির্ধারণের ক্ষেত্রে এই ম্যাচ খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও নিজেদের সেরাটা দিয়ে মাঠ ছাড়তে চায় উভয় দল। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন দুই শিবিরের ফুটবলাররা। উল্লেখ্য, গত কয়েক ম্যাচ আগেই ঘরের মাঠে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাবকে পরাজিত করে শিল্ড নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। কিন্তু পরবর্তীতে একাধিক ম্যাচ বাকি থাকায় খেতাব হাতে পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতো জোসে মোলিনার ছেলেদের।

তবে অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার। আগামী শনিবার ম্যাচের পরেই সবুজ-মেরুন ফুটবলারদের হাতে তুলে দেওয়া হবে বহু প্রতীক্ষিত শিল্ড। মাঠে বসেই সেটি চাক্ষুষ করতে মরিয়া আপামর বাগান জনতা। বলাবাহুল্য, আইএসএলের প্রথম দল হিসেবে টানা দুইটি মরসুমে লিগ শিল্ড জয় করেছে সবুজ-মেরুন। তাছাড়া এখনও পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করার ও রেকর্ড রয়েছে তাঁদের ঝুলিতে। যা নিঃসন্দেহে বিরাট বড় চমক। কিন্তু সেখানেই শেষ নয়। এবার এক নতুন রেকর্ড গড়ার হাতছানি মেরিনার্সদের কাছে‌। পরিসংখ্যান অনুযায়ী দেখলে এই সিজনে এখনও পর্যন্ত মোট ২৩টি ম্যাচের মধ্যে প্রায় নয়টি ম্যাচে তিন কিংবা তাঁর ও বেশি গোল করেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

এক কথায় যা অনবদ্য পারফরম্যান্স। এবার শনিবারের গোয়া ম্যাচে সেই ধারা বজায় রাখতে পারলে অনায়াসেই তাঁরা ছুঁয়ে ফেলবে মুম্বাই সিটি এফসির পাশাপাশি এফসি গোয়ার মতো দলকে। উল্লেখ্য, গত ২০১৯-২০২০ মরসুমে এই অসামান্য রেকর্ড গড়েছিল এফসি গোয়া। তারপর ২০২২-২০২৩ মরসুমে এমন পারফরম্যান্স করে সকলকে তাঁক লাগিয়ে দেয় মুম্বাই সিটি এফসি। ১০ ম্যাচে এমন রেকর্ড করে একই আসনে বসার সুবর্ণ সুযোগ রয়েছে সবুজ-মেরুনের কাছে। সেই সমস্ত কিছু মাথায় রেখেই নিজেদের একাদশ সাজাবেন জোসে মোলিনা‌।

এবার এক নজরে দেখে নেওয়া যাক দলের সম্ভাব্য একাদশ।
অন্যান্য দিনের মতো এবার ও তিন কাঠি সামাল দিতে পারেন বিশাল কাইথ।পাশাপাশি রক্ষণভাগে থাকতে পারেন আশীষ রাই, দীপেন্দু বিশ্বাস এবং আলবার্তো রদ্রিগেজ। মাঝমাঠে থাকতে পারেন আপুইয়া, অনিরুদ্ধ থাপা এবং গ্ৰেগ স্টুয়ার্ট। দুই উইংয়ে থাকতে পারেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং। ফরোয়ার্ডে শুরু করতে পারেন অজি তারকা জেসন কামিন্স।

অপরদিকে পাল্টা লড়াই দিতে চাইবেন মানোলো মার্কুয়েজ। সেইমতো সাজাতে পারেন নিজের একাদশ। যেখানে গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে ঋত্বিক তিওয়ারিকে। রক্ষণভাগে থাকতে পারেন ওডেই ওনান্ডিয়া, আকাশ সাঙ্গওয়ান, সন্দেশ ঝিঙ্গান এবং সেরিটন ফার্নান্দেজ। মাঝমাঠে থাকতে পারেন কার্ল ম্যাকহিউ, বরিস সিং , ইকের গ্যারেক্সোনা ও দিজন ড্রাজিচ। ফরোয়ার্ডে আর্মান্দো সাদিকুর উপরেই ভরসা রাখতে পারেন মানোলো।

Related Posts

East Bengal FC: আর্কাদাগের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচের আগে আত্মবিশ্বাসী কোচ ব্রুজো

এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফসি আর্কাদাগের (FC Arkadag)  বিরুদ্ধে ঘরের মাঠে ০-১ গোলে পরাজয়ের পর সেমিফাইনালে ওঠার লড়াই…

Neymar JR: নেইমারের ফর্মে উজ্জ্বল সান্তোস, ম্যাচে খেলার সম্ভাবনা

এটি প্রায় নিশ্চিত যে, সান্তোস (Santos) এবং করিন্থিয়ান্সের (Corinthians) ম্যাচে কোন দলই ক্লিন শিট নিয়ে শেষ করবে না। এই দুই দলের সেমি-ফাইন ফলাফল বেশ রোমাঞ্চকর…