
গত ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওডিশা এফসিকে পরাজিত করেছিল মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্ট। এই জয়ের সুবাদে টানা দ্বিতীয়বারের মতো নিশ্চিত হয়ে যায় আইএসএলের লিগ শিল্ড। যা নিঃসন্দেহে বড়সড় চমক। বলতে গেলে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে রেকর্ড গড়েছে কলকাতা ময়দানের এই প্রধান।
কিন্তু পরবর্তীতে একাধিক ম্যাচ বাকি থাকায় খেতাব হাতে পাওয়ার জন্য আরও কিছুদিনের অপেক্ষা ছিল জোসে মোলিনার ছেলেদের। অবশেষে গত শনিবার ম্যাচের পরেই সবুজ-মেরুন ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় বহু প্রতীক্ষিত শিল্ড।
টানা দুইটি সিজনে এই খেতাব জয়ের পাশাপাশি এখনও পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করার ও রেকর্ড রয়েছে তাঁদের ঝুলিতে। যা নিঃসন্দেহে বিরাট বড় চমক। তবে সেখানেই শেষ নয়। অপরাজিত হিসেবেই শিল্ড হাতে নিয়ে সেলিব্রেশন করার পরিকল্পনা ছিল দলের সকল ফুটবলারদের। বিগত কয়েকদিনে সেই মতো সকলকে প্রস্তুত করেছিলেন বাগান কোচ। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে খুব একটা সমস্যা হয়নি। আত্মঘাতী গোলে দলে এগিয়ে গেলেও পরবর্তীতে ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে লিগের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন ব্রিগেড।
যারফলে জয়ের ধারা বজায় রেখেই লিগ শিল্ড ঘরে তুলতে সক্ষম হল মোহনবাগান। ময়দানের এই প্রধানের এমন অভূতপূর্ব পারফরম্যান্সে যথেষ্ট খুশি আপামর বাগান জনতা। এবার বাগানের এমন অভূতপূর্ব সাফল্যের জন্য মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় মুখ্যমন্ত্রীর তরফে। যেখানে বলা হয়, ” আরও একবার আইএসএলের লিগ শিল্ড জয় করলো আমাদের প্রিয় মোহনবাগান ক্লাব। ইণ্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথম কোনো দল পরপর দু’বার এই কৃতিত্ব অর্জন করার অনন্য নজির স্থাপিত হয়েছে।”
আর ও বলা হয় , “বাংলা’কে আবার ভারত সেরা করার জন্য ক্লাবের সকল খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সদস্য, কর্মকর্তা এবং অসংখ্য সমর্থক-অনুরাগীকে আমি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। খেলাধুলার উন্নয়নে এবং খেলার পরিকাঠামো গড়ে তুলতে আমাদের সরকার অত্যন্ত আন্তরিক এবং এই লক্ষ্যে অনেক কার্যকরী পদক্ষেপ আমরা নিয়েছি, আগামীদিনেও নেব। আমার বিশ্বাস, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, খেলার জগতে আগামীদিনে বাংলা আরও সাফল্য পাবে, এবং এইরকম অনেক গর্বের মুহূর্ত আমাদের উপহার দিতে থাকবে।ভারতসেরা মোহনবাগানকে আরও একবার অনেক অনেক অভিনন্দন।” যা নিঃসন্দেহে মন জয় করেছে সকল সমর্থকদের