Kerala Blasters Exit Rumors: আগামী মরসুমে কেরালা ছাড়ছেন লুনা? জানুন

বহু প্রত্যাশা নিয়ে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। কিন্তু খুব একটা ভালো পারফরম্যান্স মেলেনি। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে ধাক্কা খাওয়ার পর দল ঘুরে দাঁড়ালেও সেটা বেশিদিন বজায় থাকেনি। যা নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল সমর্থকরা। এই পরিস্থিতিতে গত বছরের শেষের দিকে বিদায় জানানো হয় এই সুইডিশ কোচকে। সেইসাথে ছাঁটাই করা হয় তাঁর পুরো সাপোর্টিং টিমকে। তারপর থেকেই দলের দায়িত্ব সামাল দিয়ে আসছেন থেক্কাথারা পুরুষোথামণ। বলাবাহুল্য, তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকেই পুরনো ছন্দ ফিরে পেতে শুরু করেছিল কেরালা‌।

টুর্নামেন্টের প্রথম লেগের মাঝামাঝি সময় থেকে তাঁদের সুপার সিক্সে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও সেখান থেকেই সকলকে চমকে দিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। বিশেষ করে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করার পর থেকেই প্রথম ছয়ে উঠে আসার অন্যতম দাবিদার হয়ে উঠেছিল আদ্রিয়ান লুনারা। কিন্তু ছন্দপতন হয় গত মোহনবাগান ম্যাচে। আইএসএলের প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে ও শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হতে হয় কোয়ামি পেপরাদের। তারপর এফসি গোয়া ম্যাচে পয়েন্ট নষ্ট করায় সুপার সিক্সের লড়াই থেকে কার্যত ছিটকে যাওয়ার পরিস্থিতি দেখা দেয় কেরালা ব্লাস্টার্সের।

Also Read |   Jose Molina: সমর্থকদের সাক্ষী রেখে শিল্ড পাওয়ার আগে বার্তা বাগান কোচের

পরবর্তীতে তবুও ক্ষীন আশা বজায় থাকলেও সেটা ধরে রাখা সম্ভব হয়নি। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে এগিয়ে থেকে ও পরাজিত হতে হয় দক্ষিণের এই ফুটবল দলকে। যারফলে আইএসএলের চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে সম্পূর্ণ ছিটকে যায় কেরালা। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এক্ষেত্রে বাকি ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করে টুর্নামেন্ট শেষ করাই অন্যতম লক্ষ্য কেরালার। সেই অনুযায়ী গত শুক্রবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল দল। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় আইএসএলের এই ফুটবল ক্লাব।

দলের এমন পারফরম্যান্স নিয়ে খুশি সকলেই। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন মাধ্যম সূত্রে উঠে আসতে শুরু করেছিল নয়া তথ্য। শোনা গিয়েছিল আগামী মরসুমে আর হয়তো দলের সঙ্গে যুক্ত থাকবেন না উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনা। ম্যাচ শেষে সেই নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” আমি এখানে থাকতে পেরে খুশি। তাছাড়া আমার সঙ্গে দলের চুক্তি রয়েছে। কিন্তু দলের এমন পারফরম্যান্সের পর সমস্ত কিছু খতিয়ে দেখতে হবে‌ এবং মূল্যায়ন করতে হবে। তবে আমি সবসময় বলি যে আমি এখানে যথেষ্ট ভালো আছি। এবং এই দলের হয়ে খেলতে ভালোবাসি।” অর্থাৎ কেরালা ব্লাস্টার্স ছাড়ার খুব একটা ইচ্ছে যে এই তারকার নেই সেটা বলাই চলে।

Related Posts

East Bengal FC: আর্কাদাগের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচের আগে আত্মবিশ্বাসী কোচ ব্রুজো

এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফসি আর্কাদাগের (FC Arkadag)  বিরুদ্ধে ঘরের মাঠে ০-১ গোলে পরাজয়ের পর সেমিফাইনালে ওঠার লড়াই…

Neymar JR: নেইমারের ফর্মে উজ্জ্বল সান্তোস, ম্যাচে খেলার সম্ভাবনা

এটি প্রায় নিশ্চিত যে, সান্তোস (Santos) এবং করিন্থিয়ান্সের (Corinthians) ম্যাচে কোন দলই ক্লিন শিট নিয়ে শেষ করবে না। এই দুই দলের সেমি-ফাইন ফলাফল বেশ রোমাঞ্চকর…