
মোহনবাগান। গত এক দশক ধরে ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করেছে ময়দানের এই প্রধান (Mohun Bagan)। গত ২০১৫ সালে বেলো রোজ্জাকের গোলে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসিকে কান্তিরাভায় ধরাশায়ী করে আই লিগ জয় করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। বহু বছরের প্রতীক্ষার পর এমন জাতীয় স্তরের ট্রফি জয় নিঃসন্দেহে বিরাট বড় পাওনা ছিল সকলের কাছে। তারপরের মরসুমেই চলে আসে ফেডারেশন কাপ। মাঝে বেশ কিছুটা সময় খুব একটা ভালো না কাটলেও পরবর্তীতে আপামর বাগান জনতার স্বপ্ন পূরণ করেন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা।
বলাবাহুল্য, ইন্ডিয়ান সুপার লিগে যোগদান করার আগে তাঁর হাত ধরেই শেষবারের মতো আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল মেরিনার্সরা। তারপর দেশের প্রথম ডিভিশন লিগে এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এটিকে মোহনবাগান নামে আত্মপ্রকাশ। সেই বছর অনবদ্য ফুটবল খেলেও চূড়ান্ত সাফল্য আসেনি। তবে বেশিদিন অপেক্ষা করতে হয়নি সবুজ-মেরুন সমর্থকদের। ২০২৩ সালে ফের কান্তিরাভায় দেখা দেয় সবুজ-মেরুন ঝড়। এবার বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয় বিশাল কাইথরা। তারপর উঠে যায় এটিকে। পরবর্তী মরসুম থেকেই মোহনবাগান সুপারজায়ান্ট হিসেবে অংশগ্রহণ করতে থাকে দল।
গত ২০২৪ সালে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না হলেও শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে টেক্কা দিয়ে অনায়াসেই লিগ শিল্ড জয় করে মোহনবাগান। সেই ধারা বজায় থেকেছে এই মরসুমে ও গত কয়েক ম্যাচ আগেই শক্তিশালী ওডিশা এফসিকে ধরাশায়ী করে দ্বিতীয়বারের মতো খেতাব জয় করে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে একমাত্র ক্লাব হিসেবে এখনও পর্যন্ত টানা দুইবার শিল্ড জয় করল এই ফুটবল ক্লাব। এছাড়াও সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের ও রেকর্ড রয়েছে তাঁদের ঝুলিতে। হিসেব অনুযায়ী দেখতে গেলে এক দশকে বিরাট সংখ্যক পয়েন্ট সংগ্ৰহের রেকর্ড রয়েছে গঙ্গা পাড়ের এই ক্লাবের ঝুলিতে। এমন পারফরম্যান্স ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে খুব একটা নেই বললেই চলে।
শিল্ড আগেই নিশ্চিত হয়ে গেলেও হাতে বাকি ছিল দুইটি। বাকি ম্যাচ গুলি অপরাজিত থেকেই শিল্ড জয়ের সেলিব্রেশন করার পরিকল্পনা ছিল দলের সকল ফুটবলারদের। সেটাই হয়েছে গত শনিবার। হোম ম্যাচে শক্তিশালী এফসি গোয়াকে পরাজিত করে এই খেতাব হাতে নেয় ফুটবলাররা। এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি বাগানের বর্তমান স্প্যানিশ কোচ জোসে মোলিনা। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” বলতে গেলে শিল্ড জয় আমাদের কাছে এক বিরাট সাফল্য। এটা সবার সেরা। আমি এই সিজনের প্রতিটি দিন উপভোগ করছি।”
আর ও বলেন, ” আমি সত্যিই খুব খুশি। দলের ফুটবলারদের জন্য, ক্লাবের জন্য, সংস্থার জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য, সকল সাপোর্টিং স্টাফেদের জন্য এবং সর্বোপরি দলের সকল সমর্থকদের জন্য। আমি মনে করি আমাদের দল এই সাফল্যের যোগ্য হিসেবে এটি লাভ করেছে।”