Jamshedpur FC vs Kerala Blasters: দলের পারফরম্যান্স নিয়ে খুশি খালিদ জামিল

গত শনিবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)।‌ যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল থেক্কাথারা পুরুষোথামণের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ।‌ ম্যাচের প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন কোরো সিং। তাঁর করা একমাত্র গোলেই এগিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই খুশির আমেজ দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি। নাহলে অনায়াসেই সুপার সিক্সের লড়াইয়ে থেকে যেতে পারত এই ফুটবল ক্লাব।

এই ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে জর্ডান মারির পাশাপাশি জাভি হার্নান্দেজের মতো ফুটবলাররা। কিন্তু আইবান ঢাওলিংয়ের পাশাপাশি ডুসান ল্যাগেটরদের জমাটবাঁধা ডিফেন্সে আটকে যেতে হয় বারংবার। যারফলে একটা সময় প্রায় জয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণের এই দলের।কিন্তু শেষ মুহূর্তে দলের গোল দুর্গ অক্ষত রাখা সম্ভব হয়নি আদ্রিয়ান লুনাদের পক্ষে। শেষ মুহূর্তে জামশেদপুর এফসির আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মিলোস ড্রিনসিচ। শেষ পর্যন্ত অমীমাংসিত ফলাফলে মাঠ ছাড়ে উভয় পক্ষ।

Also Read |  Mohun Bagan SG: মুম্বই ম্যাচ নিয়ে যথেষ্ট হতাশ মোলিনা, কিন্তু কেন?

রেই তাচিকাওয়ারাদের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি জামশেদপুর কোচ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” এই ম্যাচের কথা বলতে গেলে আমরা এক পয়েন্ট পেয়েছি। ছেলেরা দ্বিতীয়ার্ধে যথেষ্ট ভালো লড়াই করেছে। অপরদিকে তাঁরা ও খুব পরিশ্রমও করেছে। এটা একটা অ্যাওয়ে ম্যাচ ছিল। অ্যাওয়ে ম্যাচ অনুযায়ী ছেলেরা ভালো খেলেছে। আমাদের হাতে সময় কম। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। শেষ ম্যাচটি আমরা আমাদের ঘরের মাঠে খেলব। আমাদের ভালো খেলতে হবে এবং ইতিবাচক পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে। যা পরবর্তীতে সকলের আত্মবিশ্বাস বাড়াবে।”

  • Related Posts

    Alberto Rodriguez Reacts: সবুজ-মেরুন জার্সিতে শিল্ড জিতে কী বললেন আলবার্তো রদ্রিগেজ?

    চলতি ফুটবল মরসুমের শুরুতে একাধিক বিদেশি ফুটবলারকে দলে টেনেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যাদের মধ্যে অন্যতম আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodriguez)। রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই…

    Chennaiyin FC vs Jamshedpur FC: জামশেদপুরের বিপক্ষে সহজ জয়, বাড়তি অক্সিজেন চেন্নাইয়িনের

    ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দল টুর্নামেন্ট শুরু করলেও বজায় থাকেনি…