
অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়েই আইএসএল অভিযান শেষ করল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় গাছিবাউলি স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল শামিল চেম্বাকাথের ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। এদিন হায়দরাবাদের হয়ে গোল করেন সৌরভ কে। অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে গোল পান ডুসান ল্যাগেটর। যারফলে ২৪ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের বারো নম্বরে শেষ করল আইএসএল জয়ী হায়দরাবাদ এফসি। অন্যদিকে ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকল কেরালা।
সমান সংখ্যক ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে শেষ করল মশাল ব্রিগেড। মাঝে দশম স্থানে নেমে যেতে হলেও সেখান থেকে একধাপ উপরে এসেই এবারের মতো আইএসএল শেষ করল কলকাতা ময়দানের এই প্রধান দল। বলাবাহুল্য, বিগত কয়েক বছর ধরে খুব একটা ছন্দে নেই হায়দরাবাদ এফসি। পরাজিত হতে হয়েছে একের পর এক ম্যাচ। এমন হতশ্রী পারফরম্যান্সের দরুন পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হচ্ছে গত কয়েক বছর ধরে। এবার ও তাঁর অন্যথা হয়নি। এমনকি এবারের আইএসএলের প্রথম লেগের পর দ্বিতীয় লেগে দু একটি ম্যাচে জয় আসলেও সেটি বজায় ছিল না।
Also Read | ISL 2025: সেমিফাইনালে নিশ্চিত বাগান-গোয়া, প্লে-অফের লড়াইয়ে নতুন নিয়ম?
আটকে যেতে হয়েছে টানা সাতটি ম্যাচ। এই পরিস্থিতিতে নিজেদের শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। সেইমতো নিজেদের দল সাজিয়েছিলেন শামিল চেম্বাকাথ। তবে শক্তিশালী কেরালার বিপক্ষে জয় পাওয়া যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানতেন অ্যালেক্স সাজিরা। ঠিক সেটাই হয়েছে ম্যাচের মধ্যে। প্রথমার্ধের প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময় গোল করে দলকে এগিয়ে দেন ডুসান ল্যাগেটর। তারপর থেকেই গোল শোধ করতে মরিয়া ছিল হায়দরাবাদ। প্রথমার্ধের শেষেই গোল করে দলকে সমতায় ফেরান সৌরভ।
তবে দ্বিতীয়ার্ধে মাঝামাঝি সময় আন্দ্রেই আলবার পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল হায়দরাবাদের কাছে। কিন্তু সফল হননি এই ফুটবলার। না হলে অনায়াসেই হয়তো জয় ছিনিয়ে নিতে পারত হায়দরাবাদ এফসি। কিন্তু শেষ ম্যাচে কেরালার মতো শক্তিশালী প্রতিপক্ষকে আটকে দেওয়ায় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়বে দলের সকল ফুটবলারদের।