
এএফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্ন শেষ ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal )। বুধবার বিকেলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নেমেছিল অস্কার ব্রুজনের ছেলেরা। পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হল মশাল ব্রিগেড। এদিন আরকাদাগের হয়ে জোড়া গোল করেন আলতিমিরাত আন্নাদুরদিয়েভ। অন্যদিকে ইস্টবেঙ্গলের হয়ে একটি মাত্র গোল করেন রাফায়েল মেসি বাউলি। প্রথমে মেসির করা গোলেই এগিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। কিন্তু সেটা বজায় রাখা সম্ভব হল না শেষ পর্যন্ত। দুইটি লেগ মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হল লাল-হলুদ ব্রিগেড।
(আরও বিস্তারিত পড়তে ক্লিক করুন)