
বহু প্রত্যাশা নিয়ে এবার ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গতবারের সুপার কাপ জয়ী একাধিক বিদেশি ফুটবলারদের পাশাপাশি কোচ কার্লোস কুয়াদ্রাতের উপরেই ভরসা রেখেছিল সকলে। তবে কাজের কাজ কিছুই তেমন হয়নি। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই ছিটকে যেতে হয়েছিল ময়দানের এই প্রধানকে। সেই হতাশা কাটিয়ে ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি হয়নি। কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে পরাজিত হতে হয়েছে প্রথম ছয়টি ম্যাচ।
এমন পরিস্থিতিতে বদল করা হয় দলের কোচ। অস্কার ব্রুজনের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার পর নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করে ইস্টবেঙ্গল। এমনকি এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বে ভালো পারফরম্যান্স করার জয় আসে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে। স্বাভাবিকভাবেই যা খুশি করেছিল সকল সমর্থকদের। একটা সময় সুপার সিক্সের দৌড় থেকে দল অনেকটা পিছিয়ে থাকলেও পরবর্তীতে অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে প্লে-অফে যাওয়ার অন্যতম দাবিদার হয়ে ওঠে এই ফুটবল ক্লাব। যদিও সেই রাস্তা খুব একটা সহজ ছিল না।
Also Read | এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ইস্টবেঙ্গলের বিদায় ব্যাখ্যা ব্রুজোর
পরবর্তীতে টানা তিনটি ম্যাচে জয় আসলে ও বেঙ্গালুরু ম্যাচে ধাক্কা খায় ইস্টবেঙ্গল। যারফলে সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় ময়দানের এই প্রধানের। তারপর এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ও বিদায় নেয় দল। এমন হতাশাজনক পারফরম্যান্সের দরুন বারংবার প্রশ্ন উঠতে শুরু করেছে দলের রক্ষণভাগ নিয়ে। আসলে বর্তমানে দলের দুর্বল ডিফেন্স নিঃসন্দেহে ভাবাচ্ছে সকলকে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য সকলের। যারফলে এখন থেকেই নতুন মরসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।
একাধিক মাধ্যম সূত্রে খবর এবার নাকি আইলিগের এক রাইট ব্যাকের দিকে নজর রয়েছে ময়দানের এই প্রধানের। তিনি ল্যামগোলেন হ্যাংশিং। বর্তমানে চার্চিল ব্রাদার্সের সঙ্গে তিনি যুক্ত থাকলেও নয়া সিজনের জন্য নাকি তাঁকে এনেই নাকি রক্ষণভাগ মজবুত করার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।