East Bengal ISL Exit: যুবভারতীতে নিশুর হাত ধরেই নিভল মশাল

ফের স্বপ্নভঙ্গ।  ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গেল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় আইএসএলের শেষ হোম ম্যাচ খেলতে নেমেছিল মশাল ব্রিগেড। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে। বেঙ্গালুরু দল আগেই সুপার সিক্সের জন্য যোগ্যতা অর্জন করলেও ইস্টবেঙ্গলের জন্য মাস্ট উইন ছিল এই ম্যাচ। সেইমতো প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিলেন লাল-হলুদ ফুটবলাররা। স্বাভাবিকভাবেই গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের পক্ষে।

ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষের দিকেই গোল করে যান ক্যামেরুনের তারকা ফুটবলার রাফায়েল মেসি বাউলি। স্বাভাবিকভাবেই সেই নিয়ে প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেই গোলের কিছু সময়ের মধ্যেই গুরপ্রীত সিং সান্ধুকে পরাজিত করে পুনরায় বল গোলে ঠেলে দিয়েছিলেন নাওরেম মহেশ সিং। কিন্তু অফসাইডের জন্য বাতিল করে দেওয়া হয় সেই গোল। তারপর ও গোলের সুযোগ ছিল দলের কাছে। কিন্তু এবার তা কাজে লাগাতে পারেননি পিভি বিষ্ণু। নাহলে অনায়াসেই ব্যবধান বাড়িয়ে এগিয়ে থাকত মশাল ব্রিগেড।

Also Read | মারাদোনা কন্যার বিস্ফোরক দাবি, মাফিয়াদের আতঙ্কে দিন কাটছে পরিবারের! 

কিন্তু তবুও হাল ছাড়েননি দলের ফুটবলাররা। তবে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে সমস্যায় জড়ানোর ফলে লাল কার্ড দেখতে হয় দিমিত্রিওস ডায়মান্তাকসকে। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল দলের ফুটবলারদের কাছে। প্রথমার্ধের শেষে একটি মাত্র গোলের ব্যবধানেই এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। তারপর দশজন ফুটবলার নিয়েই দ্বিতীয়ার্ধে লড়াই শুরু করেছিল ইস্টবেঙ্গল দল। অধিকাংশ সময় জুড়ে প্রতিপক্ষের আক্রমণ সামাল দেওয়া সম্ভব হলেও শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত সময়ের শুরুতেই নিশুর অসাবধানতা বশত পেনাল্টি পেয়ে বসে বেঙ্গালুরু‌।

সেখান থেকেই গোল করে যান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। যারফলে সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের। বর্তমানে ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। পরবর্তী ম্যাচে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে জয় আসলেও সুপার সিক্সে স্থান করা সম্ভব নয় তাঁদের পক্ষে। বর্তমানে এঊফসিতেই ভালো পারফরম্যান্স করতে চান অস্কার ব্রুজন‌‌‌।

  • Related Posts

    Chennaiyin FC Transfer: এই মরোক্কান তারকাকে দলে টানতে মরিয়া চেন্নাইয়িন

    শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। দ্বিতীয় ম্যাচে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত…

    Mohammedan SC: মরসুমের শেষ দ্বৈরথে ব্ল্যাক প্যন্থার্সদের প্রতিপক্ষ শেররা

    ১০ মার্চ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে (ISL) শেষ ম্যাচ খেলতে নামবে এই মরসুমের নতুন দল মহামেডান এসসি (Mohammedan SC)। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি (Punjab FC)। দুই…