
ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চলতি মরসুমে ঘরের মাঠেই প্লে-অফের স্বপ্ন ভেঙে গিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal FC)। গত রবিবার বেঙ্গালুরু এফসির বিপক্ষে প্রথমার্ধে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দল বেশ দাপটের সাথে খেলছিল। এক গোলে এগিয়েও ছিল, তবে শেষমেষ ম্যাচে নিজেদের হারানোর কারণ হয়ে দাঁড়াল দিয়ামান্তোকোসের (Dimitrios Diamantakos) লাল কার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে এ কার্ডটি লাল-হলুদ শিবির সব কিছু গুঁড়িয়ে দেয় এবং দলটি দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলতে বাধ্য হয়। শেষে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে সমতা ফেরান, যা নিশ্চিত করে ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়াকে।