
কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নামবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। ইন্দোরের মাটিতে তাঁদের লড়াই করতে হবে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে। পরিসংখ্যান অনুযায়ী দেখলে অনেক আগেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে জামশেদপুর এফসি। অন্যদিকে, গত কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করে প্লে-অফে যাওয়ার পথ অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। তবে নিয়ম রক্ষার এই ম্যাচকে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েল (Owen Coyle)।
শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে এবারের আইএসএল মরসুম শুরু করেছিল চেন্নাইয়িন দল। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। কিন্তু সেটা বজায় থাকেনি বেশিদিন। দ্বিতীয় ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হওয়ার পর ঘুরে দাঁড়ানো খুব একটা সমস্যার না হলেও সেটা ধারাবাহিক ছিল না। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। তলানিতে নেমে এসেছিল আইএসএল জয়ী এই ফুটবল দল। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে জয়ের মুখ দেখা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল লুকাস বামব্রিলাদের কাছে। গত ডিসেম্বরে হায়দরাবাদ এফসিকে পরাজিত করার পর একের পর এক ম্যাচে ধাক্কা খেতে হয় তাঁদের।
Also Read | Chennaiyin FC vs Jamshedpur FC: জামশেদপুরের বিরুদ্ধে শক্তিশালী সমাপ্তি চায় চেন্নাইয়িন এফসি
বলতে গেলে এই নতুন বছরের জানুয়ারিতে কোন ও ম্যাচেই জয় পায়নি দক্ষিণের এই ফুটবল ক্লাব। ফেব্রুয়ারিতে ইমামি ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে, জয়ের সরণিতে ফেরার পর প্লে-অফে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও সেটা বজায় থাকেনি বেশিদিন। গত দুইটি ম্যাচে বেঙ্গালুরু এফসি পাশাপাশি শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে আটকে যায় চেন্নাইয়িন এফসি। এবারের আইএসএলে সেভাবে প্রভাব বিস্তার করা সম্ভব না হলেও আসন্ন সুপারকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিয়েছে চেন্নাইয়িন।
তাই নিয়ম রক্ষার এই ম্যাচকে সুপার কাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন ওয়েন কোয়েল। সেইসাথে প্রতিপক্ষ দলকে ও যথেষ্ট সমীহ করছেন এই বিদেশি কোচ। এক্ষেত্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খালিদ জামিলের প্রসঙ্গে তিনি বলেন, ” আমি খালিদ জামিলকে যথেষ্ট সম্মান করি। এই লিগে সে যথেষ্ট ভালো কোচিং করাচ্ছে। আমার মনে আছে নর্থইস্ট ইউনাইটেডকে তিনি কতটা সহযোগিতা করেছিলেন। আমি তাঁকে পছন্দ করি এবং তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে।”
এছাড়াও তিনি বলেন, “খালিদ জামশেদপুরকে প্লে অফে নিয়ে যেতে পেরেছে, এটা তাঁর অসাধারণ কৃতিত্ব। আমরা জানি তাঁরা কঠিন প্রতিপক্ষ, তবে আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দিতে চাইবে। প্রথম লেগে আমরা তাঁদের ঘরের মাঠে যথেষ্ট ভালো ফল করেছিলাম। আমরা দেখিয়েছি আমরা কী করতে পারি এবং আমরা আগামীকাল একই স্তরে যেতে চাই। আমরা জিততে চাই এবং আসন্ন সুপার কাপের জন্য নিজেদের প্রস্তুত করতে চাই।”