Yuzvendra Chahal Mystery Girl: ফাইনালে চাহালের সঙ্গী কে এই ‘মিস্ট্রি গার্ল’? উঠল নতুন জল্পনা

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal ) সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তাঁর ব্যক্তিগত জীবনের কারণে। স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে ডিভোর্সের খবরে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে এক ‘মিস্ট্রি গার্ল’-এর সঙ্গে প্রকাশ্যে দেখা গেল চাহালকে। মুহূর্তের মধ্যেই সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যাচ্ছে, চাহালের ঠিক পাশেই বসে আছেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয় যে, তিনি নাকি জনপ্রিয় আরজে মহভা। তবে এই গুঞ্জন সম্পর্কে আরজে মহভাশ আগেই জানিয়েছেন, “তাঁর এবং চাহালের সম্পর্ক নিয়ে সমস্ত গুজব ভিত্তিহীন।”

ভাইরাল ভিডিও ও বলিউড সংযোগ
চাহাল ও আরজে মহভাশের এই মুহূর্তটি আরও আলোচনায় আসে, যখন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বিবেক ওবেরয় সামনের সারিতে বসে আছেন, আর তাঁর ঠিক পিছনেই বসে আছেন চাহাল ও সেই ‘মিস্ট্রি গার্ল’।

 

ডিভোর্স প্রসঙ্গে চাহাল
স্পিনার চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার ডিভোর্সের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ পেয়েছে। যদিও চাহাল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাঁকে খোশমেজাজে দেখা যায়, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

চাহালের ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় ও ‘মিস্ট্রি গার্ল’-এর পরিচয় নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে!

Related Posts

‘জোর করে বাদ’ রুতুরাজের ভাইরাল ফুটবল ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জন্য বড় ধাক্কা। তাদের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) চোটের খবর। আইপিএল ২০২৫ মরশুম থেকে তিনি ছিটকে গেছেন কনুইয়ের চোটের কারণে।…

রুতুরাজের চোটে ধাক্কা, ধোনির হাতে ফের সিএসকে-র হাল

চেন্নাই সুপার কিংসের (CSK) জন্য একটি বড় ধাক্কা! দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়(Ruturaj Gaikwad) ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন। এই খবর অনেকের…