Sourav Ganguly Bat: কলকাতায় প্রদর্শিত সৌরভের শতরান করা ব্যাট থেকে সচিনের গ্লাভস এবং ভারতের বিপক্ষে খেলা ডন ব্র্যাডম্যানের ব্যাট

৬ থেকে ৮ মার্চ কলকাতার (Kolkata) এক পাঁচ তাঁরা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভের তৃতীয় বর্ষের অনুষ্ঠান (Tata Steel Trailblazers Conclave 3.0)। এই কনক্লেভে অংশগ্রহণ করবেন ভারতের অন্যতম শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বরা (Indian Sporting Legends), যারা নিজেদের অনুপ্রেরণাদায়ী যাত্রা এবং অভিজ্ঞতা কথা ভাগ করে নেবেন।

সেই তালিকায় রয়েছেন দেশের অন্যতম তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা, রবিচন্দ্র অশ্বিন এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অলিম্পিকে জোড়া পদক জয়ী শুটার মনু ভাকর, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। হকি তারকা পি আর শ্রীজেশ এবং হরমানপ্ৰীত সিং। অলিম্পিক পদকজয়ী মেরি কম সহ অন্যান্য বিশ্বখ্যাত ভারতীয় ক্রীড়াবিদরা।

এই অনুষ্ঠানেই প্রদর্শিত হল অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাট (Sourav Ganguly Bat)। ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সচিনের তেন্ডুলকরের গ্লাভস (Sachin Tendulkar Gloves)। সেই গ্লাভস পরেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার মীরপুর স্টেডিয়ামে শতরান করেছিলেন তিনি। একইসঙ্গে ছিল ১৯৪৭-৪৮ সালে ভারত সফরে আসা অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের খেলা ব্যাট (Sir Donald Bradman Bat)।

একই সঙ্গে ছিল অলিম্পিকের শুটিংয়ে প্রথম সোনার পদক জয়ী ভারতীয় অভিনব বিন্দ্রার (Abhinav Bindars) জ্যাকেটে। তিনি ২০০৮ বেজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক জিতেছিলিন। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন তথা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দের (Viswanathan Anand) দাবা খেলার বোর্ড। অলিম্পিকে ভারতীয় হকি দলের স্বর্ন পদক জয়ের (Golden Days of Indian Hockey) বেশ কিছু মুহূর্ত।

প্রতিবছর, টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ভারতের অন্যতম প্রধান ক্রীড়া মঞ্চ হয়ে উঠেছে। ক্রীড়াবিদদের অসীম পরিশ্রম এবং সাফল্যের গল্প এখানে উঠে আসে এবং আলোচনা হয় ক্রীড়ার মানসিকতা এবং ভবিষ্যতের ক্রীড়া ক্ষেত্র নিয়ে। কনক্লেভের উদ্দেশ্য শুধুমাত্র ক্রীড়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নয়, বরং ক্রীড়াবিদদের যাত্রা এবং তাদের সংগ্রাম থেকে শিক্ষা নেওয়া।

Related Posts

India vs New Zealand: ফাইনালে বরুণ-কুলদীপের দাপটে ভারতের লক্ষ্য ২৫২

ভারতীয় স্পিনাররা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাদের দক্ষতার জোরে ভারত নিউজিল্যান্ডকে (India…

IPL 2025: গুজরাট টাইটান্সে সহকারি কোচ হিসেবে ফিরলেন ম্যাথু ওয়েড

অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড আইপিএল ২০২৫-এর (IPL 2025) জন্য গুজরাট টাইটান্স (Gujarat Titans)-এ ফিরে এসেছেন৷ তবে এবার খেলোয়াড় হিসেবে নয়! সহকারী কোচ হিসেবে।…