Champions Trophy 2025: ‘আমরাও খেলতে এসেছি’, কুলদীপের স্পিনে কিউই ধস

নিউজিল্যান্ডের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে (ICC Champions Trophy 2025) ব্যাট হাতে সবচেয়ে বড় অস্ত্র হওয়ার কথা ছিল রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং কেন উইলিয়ামসনের (Kane Williamson) জুটি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জয়ী ১৬৪ রানের রেকর্ড পার্টনারশিপের পর তাঁদের উপর ভরসা ছিল কিউই শিবিরের। কিন্তু রবিবার দুবাইয়ে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ঘূর্ণি নিউজিল্যান্ডের স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। তিনি টানা দুই ওভারে কিউইদের সেরা দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতকে ম্যাচে এগিয়ে দিয়েছেন।

রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) দ্রুত শুরু করলেও ভাগ্যের সঙ্গে খেলছিলেন। কিন্তু কুলদীপ (Kuldeep Yadav) তাঁর প্রথম বলেই তাঁকে থামিয়ে দেন। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে একটি স্লাইডিং ডেলিভারি দিয়ে রাচিনকে আউট করেন তিনি। তখন নিউজিল্যান্ডের স্কোর ছিল ৬৯/২। পরের ওভারে কেন উইলিয়ামসনকেও ফিরিয়ে দেন কুলদীপ। একটি সাধারণ লেগ-স্পিন ডেলিভারি, যা পিচে একটু থেমে যায়। উইলিয়ামসন শট খেলতে গিয়ে তাড়াতাড়ি করে ফেলেন। বলটি সরাসরি কুলদীপের হাতে ফিরে আসে। 

 

রোহিত শর্মা একাদশ ওভারে কুলদীপকে (Kuldeep Yadav) আক্রমণে আনেন। প্রথম বলেই তিনি বড় গুগলি দেন। অফ স্টাম্পে পড়া এই বলটি রাচিন পড়তে ব্যর্থ হন। ৩৭ রানে ব্যাট করছিলেন তিনি। পিছিয়ে গিয়ে কভার দিয়ে খেলতে চেয়েছিলেন রাচিন, কিন্তু বলটি ভেতরে ঢুকে প্যাডে লেগে স্টাম্পে আঘাত করে। ২৯ বলে ৩৭ রানের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি এবং একটি দুর্দান্ত ছক্কা।

কুলদীপ (Kuldeep Yadav) এরপর উইলিয়ামসনকে আউট করে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দেন। স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত খেলোয়াড় হিসেবে পরিচিত উইলিয়ামসনকে তিনি চমকে দেন। ১৩ বলে ১১ রান করে উইলিয়ামসন আউট হন। একটি বলে হালকা লিডিং এজ হয় এবং কুলদীপের হাতে সহজ ক্যাচ যায়। 

 

রাচিনের ভাগ্য সঙ্গ দেয়নি
ইনিংসের শুরুতে রাচিন ভাগ্যের সঙ্গ পেয়েছিলেন। ২৮ এবং ২৯ রানে তাঁকে দুইবার ড্রপ করা হয়। প্রথমটি ছিল মোহাম্মদ শামির ফলো-থ্রুতে। দ্রুত গতির বলটি তিনি ধরতে পারেননি। এরপর বরুণ চক্রবর্তীকে স্লগ করতে গিয়ে শ্রেয়াস আইয়ার স্কোয়ার লেগ বাউন্ডারি থেকে বলে হাত রাখলেও ক্যাচটি ধরতে পারেননি। ভারতের জন্য সৌভাগ্য যে, রাচিন এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। কুলদীপের আগমন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই টুর্নামেন্টে তিনি তুলনামুলক শান্ত থাকলেও এই ম্যাচে তাঁর প্রভাব অসাধারণ। উইলিয়ামসনকেও শুরুতেই থামিয়ে দিয়ে তিনি ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। 

 

কুলদীপের (Kuldeep Yadav) ডাবল স্ট্রাইক সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। একজন ভক্ত এক্স-এ লিখেছেন, “হাম ভি খেলনে আয়ে হ্যায় – কুলদীপ যাদব (২০২৫),” যা ইঙ্গিত করে আইসিসি নকআউট ম্যাচে কুলদীপের এই দুর্দান্ত প্রত্যাবর্তনের। এর আগে বরুণ চক্রবর্তী উইল ইয়ংকে ফিরিয়ে দিয়েছিলেন। এর পরে টম ল্যাথাম ১৪ রানে আউট করেছেন রবীন্দ্র জাদেজা । মিচেল স্যান্টনার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেও, কুলদীপের ঝড়ে এখন ভারতই ড্রাইভারের আসনে।

Related Posts

Champions Trophy 2025: মোদীর তৃতীয় দফায় ICC-খরা কাটছে ভারতের

২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ এগারোতে বিশ্বকাপ৷ তেরোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ মহেন্দ্র সিং ধোনির হাতে তখন আইসিসির সব ট্রফি৷ তবে তেরোতেই যেন শেষ৷ তারপর আইসিসি…

India Celebration: মরুশহরে ‘ইতিহাস’, কলকাতা থেকে মুম্বই-দিল্লিতে উচ্ছ্বসিত দেশবাসী

৯ই মার্চ, ২০২৫ ইতিহাস গড়ল ভারত (India)। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালে (Champions Trophy 2025 Final) পরাজিত নিউজিল্যান্ড (New Zealand)। ভারতের ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয়ের…