Odisha FC vs Jamshedpur FC: ভারতের ইতিহাসে নয়া রেকর্ড কোচ জামিলের

বুধবার আইএসএলে (ISL ) ওডিশার বিরুদ্ধে ৩-২ গোলের ব্যবধানে হারে জামশেদপুর এফসি (Odisha FC vs Jamshedpur FC)। ঘরের মাঠে এই হার খুবই হতাশাজনক, কিন্তু জামশেদপুরের এই জোড়া গোল এনে দিয়েছে তাদের কোচ খালিদ জামিলকে (Khalid Jamil) নয়া তকমা। খালিদ জামিল বর্তমানে প্রথম ভারতীয় কোচ যার অধীনে কোনো দল আইএসএলে ১০০ গোল করেছেন। এর আগে আইএসএলের ইতিহাসে কোনো ভারতীয় কোচ এই রেকর্ড করতে পারেননি।

 

জামশেদপুরের হয়ে দুটি গোল করেন জর্দান ম্যারে এবং ইজি। অন্যদিকে ওডিশার হয়ে জোড়া গোল করেন হুগো বোমস এবং একটি গোল করেন ডরি।

যদিও টাটা ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে। তাই এই হার তাদের খুব একটা অসুবিধা করবেনা। তবে ওডিশার জন্যে এই জয়টা প্রয়োজন ছিল সুপার সিক্সের দৌড়ে টিকে থাকার জন্য।

Related Posts

Chennaiyin FC vs Jamshedpur FC: জামশেদপুরের বিপক্ষে সহজ জয়, বাড়তি অক্সিজেন চেন্নাইয়িনের

ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দল টুর্নামেন্ট শুরু করলেও বজায় থাকেনি…

Champions Trophy 2025: মোদীর তৃতীয় দফায় ICC-খরা কাটছে ভারতের

২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ এগারোতে বিশ্বকাপ৷ তেরোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ মহেন্দ্র সিং ধোনির হাতে তখন আইসিসির সব ট্রফি৷ তবে তেরোতেই যেন শেষ৷ তারপর আইসিসি…