FC Goa vs Mohammedan SC: মহামেডানের বিপক্ষে সহজ জয় এফসি গোয়ার, সুবিধা পাবে দল?

জয়ের ধারা অব্যাহত থাকল এফসি গোয়ার (FC Goa )। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ফতোরদা স্টেডিয়ামে আইএসএলের (ISL 2025) পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় আইএসএলের এই ফুটবল ক্লাব। দলের হয়ে প্রথম গোল করেন ইকের গ্যারেক্সোনা। পরবর্তীতে আত্মঘাতী গোল হয়ে যায় পদম ছেত্রীর তরফে। এরফলে টানা পাঁচটি ম্যাচ অপরাজিত থাকল এফসি গোয়া।

হিসাব অনুযায়ী দেখলে আইএসএলের চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না এই ফুটবল ম্যাচ। পয়েন্ট অনুযায়ী অনেক আগেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে গোয়ার এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই বাকি ম্যাচগুলি মূলত দলের সকল ফুটবলারদের দেখে নেওয়াই প্রধান লক্ষ্য ছিল গোয়া কোচের। অপরদিকে, পয়েন্ট টেবিলে সকলের নিচে থাকায় অনেক আগেই সুপার সিক্সের আসা শেষ হয়ে গিয়েছিল সাদা-কালো ব্রিগেডের। তাই এক্ষেত্রে বাকি ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা ছিল ব্ল্যাক প্যান্থার্সদের।

Also Read | Jamshedpur FC vs Odisha FC: প্লে-অফের জন্য শেষ লড়াইয়ে কলিঙ্গ সেনাদের 

তাই লড়াকু মেজাজ নিয়েই এদিন খেলতে নেমেছিল মহামেডান দল। কিন্তু ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল ব্রাইসন ফার্নান্দেজদের। তবে কোনও রকমে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন সাদা-কালো ডিফেন্ডাররা। তবে ম্যাচের ৪০ মিনিটের মাথায় বল নিয়ে প্রতিপক্ষের রক্ষনভাগে ঢুকে পড়েন সার্বিয়ান তারকা দেজান ড্রাজিচ‌। তারপর সতীর্থ ফুটবলারের বল থেকে হেড দিয়ে বল জালে জড়িয়ে দেন ইকের গ্যারেক্সোনা। অনায়াসেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় সন্দেশ ঝিঙ্গানদের দল। প্রথমার্ধের শেষে সেই একটি গোলেই এগিয়ে ছিল গোয়া।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে ৮৬ মিনিটের মাথায় বোরহা হেরেরার কর্নার থেকে গোল করার চেষ্টা করেন ইকের গ্যারেক্সোনা। সাদা-কালো গোলরক্ষক পদম ছেত্রীর হাত লেগে বল চলে যায় গোলের মধ্যে। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে আসে জয়।

Related Posts

Chennaiyin FC vs Jamshedpur FC: জামশেদপুরের বিপক্ষে সহজ জয়, বাড়তি অক্সিজেন চেন্নাইয়িনের

ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দল টুর্নামেন্ট শুরু করলেও বজায় থাকেনি…

Chennaiyin FC Transfer: এই মরোক্কান তারকাকে দলে টানতে মরিয়া চেন্নাইয়িন

শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। দ্বিতীয় ম্যাচে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত…