
এএফসি প্রতিযোগিতায় (AFC Tournament) ভারতীয় ক্লাবগুলোর (Indian Football Club) অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়। তবে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) যুগ শুরু হওয়ার পর থেকে কিছু নির্দিষ্ট ক্লাবই নিয়মিত এশিয়ান মঞ্চে খেলার সুযোগ পেয়েছে। ২০১৭-১৮ মরসুমে আইএসএল এএফসির স্বীকৃতি পাওয়ার পর থেকেই এই লিগের সেরা ক্লাবগুলো এশিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে। সেই ধারাবাহিকতায় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) সবচেয়ে বেশি, পাঁচবার এএফসি টুর্নামেন্টে (AFC Tournamnent) অংশ নিয়ে শীর্ষে রয়েছে।
মোহনবাগান সুপার জায়ান্ট – ৫ বার
কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবটি আইএসএলে প্রবেশ করার পর থেকেই ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছে। দুইবার আইএসএল কাপ এবং দুইবার আইএসএল শিল্ড জয় করে, তাঁরা এশিয়ান প্রতিযোগিতায় মোট পাঁচবার অংশ নিয়েছে। এটিকে মোহনবাগান নামে তাঁরা ২০২১ ও ২০২২ সালে এএফসি কাপে খেলেছিল এবং দুইবারই ইন্টার-জোন প্লে-অফে পৌঁছেছিল।
২০২৩-২৪ এএফসি কাপে গ্রুপ স্টেজেই বিদায় এবং ২০২৪-২৫ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বহিষ্কার হওয়াটা ছিল বড় ধাক্কা। তবে এবার ফের আইএসএল শিল্ড জিতে তাঁরা ২০২৫-২৬ মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলতে যাচ্ছে, যেখানে তাঁদের লক্ষ্য গ্রুপ স্টেজ পেরিয়ে যাওয়া।
বেঙ্গালুরু এফসি – ৩ বার
আইএসএলে যোগ দিয়ে এই ক্লাবটিও বেশ কিছু সফল মুহূর্ত উপহার দিয়েছে। ২০১৮ সালে তাঁরা এএফসি কাপে ইন্টার-জোন সেমিফাইনালে পৌঁছেছিল। যদিও সেই যোগ্যতা তাঁরা আগের বছরের ফেডারেশন কাপ জিতে অর্জন করেছিল। ২০২০ সালে তাঁরা আইএসএল কাপ জিতে এএফসি কাপে অংশ নেয়, তবে গ্রুপ স্টেজে পৌঁছনোর আগেই বাদ পড়ে। ২০২১ সালেও তারা খেলেছিল, তবে গ্রুপে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে।
এফসি গোয়া – ২ বার
আইএসএল লিগ শিল্ড জিতে ২০২১ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করে এফসি গোয়া, যা ছিল প্রথম কোনো আইএসএল ক্লাবের এশিয়ার সেরা টুর্নামেন্টে খেলা। গ্রুপে তিনটি ড্র করে তারা তৃতীয় হয়। এবার কলিঙ্গ সুপার কাপ জিতে তারা ২০২৫-২৬ মরসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র কোয়ালিফায়ারে অংশ নেবে।
মুম্বই সিটি এফসি – ২ বার
২০২০-২১ ও ২০২২-২৩ মরসুমে আইএসএল লিগ শিল্ড জিতে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। বিশেষত ২০২৩ সালের টুর্নামেন্টে তাঁরা দুটি ম্যাচ জিতে নজর কাড়ে। তবে দুইবারই গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়েছে।
চেন্নাইয়িন এফসি – ১ বার
২০১৭-১৮ মরসুমে আইএসএল কাপ জিতে এশিয়ান মঞ্চে পা রাখে চেন্নাইয়িন। ২০১৯ সালের এএফসি কাপে তারা অংশ নিয়েছিল, তবে গ্রুপে দ্বিতীয় হয়ে বাদ পড়ে।
ইস্টবেঙ্গল এফসি – ১ বার
২০২৪ সালের কলিঙ্গ সুপার কাপ জিতে ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র কোয়ালিফায়ারে পৌঁছায়। তবে গ্রুপ স্টেজে পৌঁছতে ব্যর্থ হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে নামে। সেখানে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে তারা তুর্কমেনিস্তানের আরকাদাগ ক্লাবের কাছে হেরে যায়।
ওডিশা এফসি – ১ বার
২০২৩ সালের সুপার কাপ জিতে ওড়িশা এফসি এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপে মোহনবাগানকে হারিয়ে শীর্ষে উঠে তারা নকআউটে পৌঁছেছিল, তবে সেন্ট্রাল কোস্ট মারিনার্সের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়।
আইএসএলের ইতিহাসে, এএফসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অংশগ্রহণের দিক থেকে মোহনবাগান সুপার জায়ান্ট এখন পর্যন্ত সবচেয়ে সফল ভারতীয় ক্লাব। এশিয়ান মঞ্চে নিজেদের অবস্থান মজবুত করতে হলে অন্যান্য ক্লাবগুলোকেও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ভারতের ফুটবলের ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।