
মরসুমের প্রথম থেকেই দাপটের সাথে খেলার চেষ্টা করেছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ডুরান্ড কাপের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল দলের সকল ফুটবলারদের। সেইমতো কলকাতা ময়দানের অন্যতম ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে এবারের আইএসএল শুরু করেছিল সুনীল ব্রিগেড। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে সেই ধারা বজায় থাকলেও তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল একাধিক ম্যাচে।স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। তবে সেই হতাশা কাটিয়ে নতুন বছরের প্রথম থেকেই জয়ের মুখ দেখার ভাবনা থাকলেও সেটা সম্ভব হয়নি।
এই বছরের প্রথমেই ধাক্কা খেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর টানা পাঁচটি ম্যাচে জয়ের মুখ দেখা সম্ভব হয়নি সুনীল ছেত্রীদের। স্বাভাবিকভাবেই সুপার সিক্সে সুযোগ করে নেওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে ফেব্রুয়ারিতে বদলে যায় পরিস্থিতি। একের পর এক শক্তিশালী দলকে আটকে দিতে শুরু করেছিল এই ফুটবল দল। তারপর ঘরের মাঠে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে পরাজিত করে দেশের এই প্রথম ডিভিশন লিগের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। এই জয়ের ধারা বজায় থেকেছে টুর্নামেন্টের প্রথম লেগের সেমিফাইনাল পর্যন্ত।
তারপর এগ্ৰিগেডের ভিত্তিতে এফসি গোয়াকে টেক্কা দিয়ে ফাইনালে উঠে যায় বেঙ্গালুরু এফসি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফাইনালে পরাজিত হতে হয়েছিল শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছেই। এই হতাশা কাটিয়ে সুপার কাপে চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা থাকলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। অনায়াসেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এই ফুটবল দল। এক্ষেত্রে দলের পারফরম্যান্স খুব একটা ভালো ভাবে নেয়নি ম্যানেজমেন্ট। যতদূর খবর আসন্ন মরসুমে দলের একাধিক ফুটবলারদের বদল করতে পারে বেঙ্গালুরু এফসি।
যার মধ্যে উঠে আসতে শুরু করেছে ভারতীয় উইঙ্গার হরিচরণ নার্জারির (Halicharan Narzary) নাম। এবারের এই ফুটবল সিজনে দলের জার্সিতে খুব একটা সুযোগ পাননি এই তারকা ফুটবলার। খেলতে পেরেছেন মাত্র একটি ম্যাচ। পরবর্তীতে আর সেভাবে তাঁর উপর ভরসা রাখতে পারেননি দলের কোচ। হিসাব অনুযায়ী দেখলে আগামী একটি বছর পর্যন্ত তাঁর সঙ্গে দলের চুক্তি থাকলেও এবার তাঁকে ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। অন্যদিকে, তাঁকে দলে নিতে আগ্ৰহী প্রথম ডিভিশন আইলিগে সদ্য ছাড়পত্র সংগ্ৰহকারী দল ডায়মন্ড হারবার এফসি। সেইমতো কথাবার্তা শুরু হয়েছে উভয়ের তরফে।