এই ভারতীয় ফরোয়ার্ডকে দলে টানতে মরিয়া নর্থইস্ট ইউনাইটেড

শেষ হয়ে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। কিছুদিন পর থেকেই শুরু হবে কলিঙ্গ সুপার কাপ। যেদিকে নজর রয়েছে দেশের সকল ফুটবলপ্রেমীদের। সেইমতো বহু আগে থেকেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব। নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জয় করে মরসুম শেষ করাই এখন প্রধান লক্ষ্য প্রত্যেকের। তবে এই টুর্নামেন্টে নজর দেওয়ার পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব। ময়দানের তিন প্রধানের পাশাপাশি খেলোয়াড়‌ দলে নেওয়ার জন্য কথাবার্তা অনেক আগেই শুরু করে দিয়েছে একাধিক ক্লাব ম্যানেজমেন্ট।

আসলে এই মরসুমের ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী সিজনে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা রয়েছে সকলের। সেই অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করতে মরিয়া সকলে। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে লালরিনজুয়ালা লালবিয়াকনিয়ার (Lalrinzuala Lalbiaknia) নাম। উল্লেখ্য, গত মরসুমে তাঁকে নিয়ে সরগরম হয়ে উঠেছিল দল বদলের বাজার। এই ফুটবলারকে পেতে আসরে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্টস। শেষ পর্যন্ত অনেকটাই এগিয়ে গিয়েছিল মেরিনার্সরা।

কিন্তু পরবর্তীতে দেখা দেয় বিপত্তি। ফিটনেস টেস্টে আটকে যেতে হয়েছিল এই ফুটবলারকে। শেষ পর্যন্ত ফিরে গিয়েছিলেন আইজল এফসিতে। যেখানে গতবারের মতো এবারও দারুন ছন্দে ধরা দিয়েছেন এই ভারতীয় ফুটবলার। গত বছর দলে নেওয়া সম্ভব না হলেও এবার তাঁকে টানতে মরিয়া আইএসএলের একাধিক দল। তবে এক্ষেত্রে অনেকটাই এগিয়ে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। মনে করা হচ্ছে পাহাড়ের এই ফুটবল ক্লাব থেকেই দেশের প্রথম ডিভিশন লিগে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চান লালবিয়াকনিয়া।

সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। শেষ পর্যন্ত আদৌ তিনি এই ক্লাবে যোগদান করেন কিনা সেটাই দেখার বিষয়। তবে এই ভারতীয় তারকার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আপফ্রন্টকে।

  • Related Posts

    কারা জিতবে ট্রফি? মহারাজের ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য!

    ভারতীয় ক্রিকেটের (India Former Captain) মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আবারও একবার আইপিএল (IPL 2025) নিয়ে মুখ খুললেন। দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে তাঁর মতামত সবসময়েই অত্যন্ত…

    ISL স্বপ্নভঙ্গ ভুলে সুপার কাপে নতুন টার্গেটে মানোলোর গোয়া

    ব্যান্ডোদকার মেমোরিয়াল ট্রফি জয়, আইএসএল (ISL) শিল্ডের দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকা এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চমৎকার পারফরম্যান্স—সব মিলিয়ে এফসি গোয়া’র (FC…