কোন স্ট্যান্ডে বসে আইএসএলের প্রথম সেমিফাইনাল দেখবেন বাগান সমর্থকরা?

দিন দুয়েকের অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সেমিফাইনাল (ISL Semi-Final)। প্রথম লেগের এই ম্যাচে জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই হাইভোল্টেজ ম্যাচের দিকেই এখন নজর রয়েছে সকলের। উল্লেখ্য, গত রবিবার শিলংয়ের বুকে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে দুইটি গোলের ব্যবধানে পরাজিত করেছিল দেশের শিল্প নগরীর ফুটবল ক্লাব। তাঁদের আক্রমণাত্মক পারফরম্যান্সের সামনে কার্যত দিশেহারা হয়ে যায় আলাদিন আজারাইদের দল। সেই ধারা বজায় রেখেই এই ম্যাচে জয় পেতে চাইবেন আশুতোষ মেহতারা।

কিন্তু শক্তিশালী মোহনবাগানের বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়া যে খুব একটা সহজ কাজ নয় সেটা ভালো মতোই জানেন সকলে। তাই নর্থইস্ট ম্যাচের সাফল্য ভুলে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালের পথ মসৃণ করাই অন্যতম লক্ষ্য কোনর শিল্ডসদের। অপরদিকে টানা দুইটি সিজনে আইএসএলের লিগশিল্ড জয় করেছে সবুজ-মেরুন ব্রিগেড। হিসাব অনুযায়ী দেখলে নির্ধারিত ম্যাচের বেশ কিছু আগেই সেই খেতাব নিশ্চিত করে ফেলেছিল কলকাতা ময়দানের এই প্রধান। তবুও বাকি ম্যাচগুলি হালকাভাবে নেননি জোসে মোলিনা‌। জয়ের ধারা বজায় রেখেই শিল্ড জয়ের সেলিব্রেশনে মেতেছিল ফুটবলাররা।

সেই ধারাই বজায় রাখতে চাইবেন বাগানের স্প্যানিশ কোচ। যারফলে গত কয়েকদিন ধরেই এমন হাইভোল্টেজ সেমিফাইনাল নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে বাগান জনতার মধ্যে। ঘরের মাঠে প্রথম ম্যাচ না থাকলেও জামশেদপুরের বুকে দলকে সমর্থন করতে দেখা যেতে পারে বাগান সমর্থকদের একটা বিরাট অংশকে। তবে অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আইএসএলের সক্রিয়তার কথা জানিয়েছিলেন বাগান সচিব। তারপর আজ সপ্তাহের প্রথম দিনেই সামনে আসলো অ্যাওয়ে স্ট্যান্ড সম্পর্কিত সম্পূর্ণ তথ্য।

সেই অনুযায়ী স্টেডিয়ামের সাউথ ওয়েস্ট আপার স্ট্যান্ডটি বাগান সমর্থকদের জন্য মনোনীত করা হয়েছে। এক্ষেত্রে সেখানকার স্টেডিয়ামের বক্স অফিসের এক নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন সবুজ-মেরুন সমর্থকরা। তাছাড়া অন্যান্য স্ট্যান্ড গুলিতে বাগান সমর্থকদের পাওয়া গেলে সেখান থেকে সাউথ ওয়েস্ট আপার স্ট্যান্ডের দিকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে সেখানকার নিরাপত্তা রক্ষীরা।

Related Posts

অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…