প্রথমার্ধ শেষ, মুম্বাইয়ের বিপক্ষে দুই গোলে এগিয়ে বেঙ্গালুরু এফসি

সাময়িক বিরতির পর শনিবার থেকে শুরু হয়েছে আইএসএলের চ্যাম্পিয়নশিপ রাউন্ড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় প্লে-অফের প্রথম নকআউটের ম্যাচে ষষ্ঠ স্থানে থাকা মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। কান্তিরাভা স্টেডিয়ামে এই ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার পরিকল্পনা ছিল রাহুল ভেকেদের। সেটাই হয়েছে এবার। ম্যাচের প্রথম মিনিট থেকে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে দেখা যায় আইএসএল জয়ী এই ফুটবল দলকে। যা নিঃসন্দেহে ব্যাকফুটে ঠেলে দিচ্ছিল প্রতিপক্ষ দলকে।

স্বাভাবিকভাবেই গোল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি। প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময় গোল করে দলকে এগিয়ে যান তারকা মিডফিল্ডার সুরেশ সিং। যারফলে ১-০ গোলের ব্যবধানে অনায়াসেই এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠে এগিয়ে যাওয়ার নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সকল ফুটবলারদের। তবে সহজে হাল ছাড়তে রাজি ছিল না পেট্র ক্র্যাটকির ছেলেরা। সুযোগ বুঝেই একাধিকবার প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করেছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। তবে বেঙ্গালুরুর দক্ষ ডিফেন্সের পাশাপাশি গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর তৎপরতায় কোনও বিপদ ঘটেনি।

তবে প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষের দিকে আক্রমণে উঠে পেনাল্টি আদায় করে নেয় বেঙ্গালুরু শিবির। সেখান থেকেই ফূর্বা লাচেনপাকে পরাজিত করে ব্যবধান বাড়িয়ে যান এডগার মেন্ডেজ। যারফলে ২-০ গোলে এগিয়ে যায় সুনীল ছেত্রীদের দল। প্রথমার্ধের শেষে এই দুইটি গোলেই এগিয়ে রয়েছে রায়ান উইলিয়ামসরা। পরবর্তী অর্ধে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে সকলের। অপরদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল তুলে নিতে তৎপর জর্জ ওর্টিস থেকে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতের মতো ফুটবলাররা।

কিন্তু সেটা যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে। তবে গতবারের মতো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য এই ম্যাচে নিজেদের সবটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকবে রণবীর কাপুরের ফুটবল দলের।

Related Posts

অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…