সাইড লাইনে রিহ্যাব সারলেন ম্যাকলারেন, চোট পরীক্ষা মনবীরের

সপ্তাহ কয়েক আগেই শেষ হয়ে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের গ্ৰুপ পর্ব। যেখানে ২৪ টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে শেষ করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে আইএসএলের ইতিহাসে প্রথম কোনও দল হিসেবে টানা দুইবার লিগ শিল্ড জয় করেছে কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে ইতিহাস। তাই গতবারের মতো এবারও এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্ৰুপ পর্বের ছাড়পত্র পেয়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই নিয়ে যথেষ্ট খুশি বাগান সমর্থকরা। কিন্তু শুধুমাত্র শিল্ড জয় করা নয়। আইএসএলের ট্রফি নিয়ে ও ভাবছেন বাগান কোচ।

Also Read | আইপিএল জয়ের লক্ষ্যে পুজো পাঞ্জাব কোচ পন্টিংয়ের

সেই সমস্ত কিছু মাথায় রেখেই গত কয়েকদিন আগে থেকে দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন জোসে মোলিনা‌। বলাবাহুল্য, দেশের এই প্রথম ডিভিশন লিগে একেবারেই নতুন নন মোলিনা। পূর্বে এটিকের হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন এই স্প্যানিশ কোচ। তবে পরবর্তীতে ফিরে গিয়েছিলেন নিজের দেশে। এমনকি ভারতে পুনরায় আসার পূর্বে স্প্যানিশ ফুটবলের সঙ্গে ও যুক্ত ছিলেন জোসে মোলিনা‌। তবে চলতি মরসুমের শুরুতে তাঁকে ফিরিয়ে এনেই চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য ছিল ম্যানেজমেন্টের। খুব একটা হতাশ করেননি তিনি।

ডুরান্ড কাপের ফাইনালে পরাজিত হতে হলেও এই কোচের তত্ত্বাবধানেই শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এবার টার্গেট আইএসএল ট্রফি। তবে এক্ষেত্রে ফুটবলারদের চোট আঘাত জনিত সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে। বলাবাহুল্য, সপ্তাহ কয়েক আগেই চোটের কবলে পড়তে হয়েছিল দলের তারকা ডিফেন্ডার আশীষ রাইকে। তবে সময়ের সাথে সাথেই নিজেকে ফিট করে তুলছেন তিনি। জাতীয় শিবিরে যোগদান করা সম্ভব না হলেও আইএসএলের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে দিয়েছেন তিনি। পাশাপাশি সাইড লাইনে নিজেকে প্রস্তুত করছেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন।

এছাড়াও দিনকয়েক আগেই চোটের কবলে পড়ে জাতীয় শিবির ছাড়তে হয়েছিল সবুজ-মেরুনের তারকা উইঙ্গার মনবীর সিংকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। তবে গত বৃহস্পতিবার থেকেই বাগান অনুশীলনে যোগ দিয়েছিলেন এই দেশীয় তারকা। যতদূর খবর, গতকাল এমআরআই করানো হয়েছে তাঁর ক্ষত স্থানের খুব শীঘ্রই চলে আসবে রিপোর্ট। এখন সেদিকেই নজর থাকবে সকলের।

  • Related Posts

    অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

    লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

    বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

    Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…